সোমবার, ১২ অক্টোবর, ২০০৯

গৌরনদী বিএনপিতে উত্তেজনা

ত্রিধাবিভক্ত উপজেলা ও পৌর বিএনপির স্ব-স্ব গ্রুপের সমর্থকরা তাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত রেখেছেন। নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে রোববার দুটি গ্রুপের সমর্থকরা পৃথক সভা-সমাবেশ করেছে। অপরদিকে নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রম পরিচালনায় সমাবেশের আয়োজন করে। উপজেলা ও পৌর বিএনপির দুটি কার্যালয় মূলধারাবিরোধী সমর্থকরা দখল করে অবস্থান নিয়েছেন। ত্রিধাবিভক্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মারমুখী অবস্থানে থাকায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উত্তর জেলা বিএনপি ৪ অক্টোবর বরিশাল-১ আসনের চারদলীয় জোটের মনোনীত পরাজিত প্রার্থী প্রকৌশলী আবদুস সোবহানকে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক করে ৪৬ সদস্যের এবং এসএম মনির-উজ-জামান মনিরকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপির দুটি গ্রুপ লাগাতার আন্দোলন শুরু করে। কেন্দ ীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থক গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে রোববার সকালে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌরনদী বাসস্ট্যান্ডের উপজেলা বিএনপির কার্যালয় দখল করে সমাবেশ করেন। বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবদুল আউয়াল লোকমান, তাইফুর রহমান কচি, গোলাম মোর্শেদ পান্না, আলাউদ্দিন বেপারি, আতাউর রহমান আবু প্রমুখ। বক্তারা উপজেলা ও পৌর কমিটির আহ্বায়ক ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে প্রকৌশলী আবদুস সোবহান ও এসএম মনির-উজ-জামান মনিরকে বহিরাগত হিসেবে আখ্যায়িত করেন। আহ্বায়ক কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অপরদিকে একই সময় সাবেক সাংসদ ও কেন্দর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরউদ্দিন স্বপনের সমর্থক জহির সাজ্জাত হান্নানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক গৌরনদী বন্দরের পৌর বিএনপির কার্যালয় দখল করে অবস্থান নেয়। এ সময় তারা নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্চ ছুড়ে উপজেলা ও পৌরসভার পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা দেন।
অন্যদিকে মূলধারা ও জেলা কমিটির ঘোষিত নবগঠিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটির যৌথ উদ্যোগে সমাবেশ রোববার সকাল ১১টায় বন্দরের আবদুর রব কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক প্রকৌশলী আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রব। বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষা মাকসুদা হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এসএম মনির-উজ-জামান মনির, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া প্রমুখ।

সূত্রঃ দৈনিক যুগান্তর, ১২ অক্টোবর ২০০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন