বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০০৯

বরিশাল ফিরছেন হাসানাত, ব্যাপক আয়োজন

দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে বরিশালে সাবেক চিফ হুইফ আবুল হাসানাতের বরিশাল আগমন। পাল্টে দেয়া হয়েছে তার যাত্রা পথও। আগামী ১৪ই অক্টোবর সড়ক পথে বরিশালে আসছেন তিনি। হাসানাতের আগমনকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক সাজসজ্জার আয়োজন শুরু হয়ে গেছে। তৈরি হবে মাদারীপুর থেকে বরিশাল পর্যন্ত ১০০ কিলোমিটার সড়ক জুড়ে একাধিক তোরণ। নগর ভবনের সামনে হচ্ছে বিশাল মঞ্চ। একই আয়োজন চলছে তার নির্বাচনী এলাকা গৌরনদীতে। সব জায়গায়ই সাজসাজ রব। একজন সংসদ সদস্যকে আহবায়ক করে গঠন করা হয়েছে সংবর্ধনা কমিটি। এদিকে হাসনাতের আগমনকে কেন্দ্র করে পাল্টে যেতে শুরু করেছে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি। হাসনাত বরিশালে এসেই দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের সব এমপি ও উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছেন বলে জানা গেছে।
১২ই অক্টোবর হাসনাত আবদুলাহর বরিশালে আসার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে গতকাল তার সফরসূচি দু’দিন পিছিয়ে দেয়া হয়েছে। হাসনাত আসবেন ১৪ই অক্টোবর। মঙ্গলবার সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এবং আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার জানিয়েছিলেন হাসনাত আসবেন লঞ্চে করে। কিন্তু গতকাল জানা গেছে হাসনাত ১৪ই অক্টোবর সকালে সড়ক পথে রওনা দেবেন। বেলা ১২টায় প্রথমে তাকে সংবর্ধনা দেয়া হবে হাসনাতের নির্বাচনী এলাকা গৌরনদীতে। বিকাল ৪টায় তাকে নগর ভবনের সামনে কালেক্টরেট ভবনের সড়কে বিপুলভাবে সংবর্ধিত করা হবে। সংবর্ধনার জন্য বরিশাল-২ আসনের এমপি আলহাজ মনিরুল ইসলাম মনিকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নগর ভবনের সামনে এরই মধ্যে বিশাল মঞ্চ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও মাদারীপুরের পর থেকেই বরিশাল পর্যন্ত তৈরি হবে হাসনাতকে স্বাগত জানিয়ে একাধিক তোরণ। সূত্র জানায়, ১৬ই অক্টোবর শুক্রবার আবুল হাসনাত আবদুলাহ বরিশাল সার্কিট হাউসে বৈঠক করবেন। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরনের সভাপতিত্বে এ বৈঠকে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের সব এমপি, উপজেলা চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন। সূত্র মতে, হাসনাতের বরিশালের আগমনকে কেন্দ্র করে পাল্টে যেতে শুরু করেছে বরিশালে আওয়ামী লীগের রাজনীতি। এতদিন হাসনাতের অনুপস্থিতিতে দলকে আগলে রেখেছিলেন মেয়র হিরন। হাসনাত অনুসারীরাও ছিল চুপচাপ। তবে এবার মাঠে নেমে পড়েছে সবাই। বরিশালে আগমনের ঘোষণার পরপরই দলের পুরো নিয়ন্ত্রণ যেন চলে গেছে হাসনাতপন্থিদের হাতে। দক্ষিণাঞ্চলের সব এমপি, উপজেলা চেয়ারম্যান ও দলীয় নেতাদের সঙ্গে তার বৈঠককে অনেকেই দেখছেন নিয়ন্ত্রণ নেয়ার প্রথম ধাপ হিসেবে। তবে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ এগিয়ে যাবে কিনা তা সময়ই বলে দেবে বলে রাজনৈতিক মহলের অভিমত।
সূত্রঃ দৈনিক মানবজমিন ০৮.১০.০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন